রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৩

মালিবাগে সংঘর্ষে, শিবির কর্মি নিহত

Home Page » প্রথমপাতা » মালিবাগে সংঘর্ষে, শিবির কর্মি নিহত
রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৩



url.gifখোকন:বঙ্গ-নিউজ ডটকমঃ বিরোধী দলের সমাবেশকে কেন্দ্র করে মালিবাগে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষে একজন নিহত হয়েছেননিহত মনসুর প্রধানীয়াকে নিজেদের কর্মী বলে দাবি করেছে ইসলামী ছাত্র শিবির। রামপুরার ওসি কৃপা সিন্ধুবালা জানান, বেলা ১২টার দিকে তিন শতাধিক জামায়াতকর্মী মিছিল করে নয়া পল্টনের দিকে এগোতে থাকলে পুলিশ বাধা দেয়। সময় মিছিল থেকে একের পর এক হাতবোমা ফাটানো হয়। বাধ্য হয়ে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ সময় মালিবাগ রেলগেইট আবুল হোটেলের মাঝামাঝি এলাকায় বোমায় মনসুর প্রধানীয়া নামে এক যুবক গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে রামপুরা থানার অপারশেন অফিসার কামরুজ্জামান জানান।তিনি জানান, নিহত মনসুর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে তারা জানতে পেরেছেন। তবে শিবিরকর্মীরা বলছেন, মনসুর তাদের আশকোনা শাখার নেতা। তার বাড়ি চাঁদপুরে।ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, মনসুরের বুকে বড় ধরনের ক্ষতের চিহ্ন রয়েছে

 

বাংলাদেশ সময়: ১৬:৫২:৪৪   ৩১১ বার পঠিত