রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৩

বাড়ির ফটকে খালেদাঘেরাওয়ের মধ্যে

Home Page » জাতীয় » বাড়ির ফটকে খালেদাঘেরাওয়ের মধ্যে
রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৩



89_khaledazia_291213.jpgতমালবঙ্গ-নিউজ ডটকমঃগাড়িতে উঠে পৌনে এক ঘণ্টা অপেক্ষার পরও বের হতে না পেরে নেমে এসে ফটক আটকে দাঁড়িয়ে থাকা পুলিশের সামনে দাঁড়ালেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
বাড়ি ঘিরে পুলিশ, ফোনে ‘খোঁজ নিচ্ছেন’ খালেদা

খালেদা গাড়িতে, বের হওয়ার চেষ্টা

সমাবেশ করতে নয়া পল্টনে যাওয়ার জন্য বিএনপি চেয়ারপার্সন রোবাবর বেলা ১টা ৫০ মিনিটে গুলশানে নিজের বাড়ির প্রাঙ্গণে গাড়িতে ওঠেন। কিন্তু পুরো এক প্লাটুন পুলিশ ও র‌্যাব বাড়ির ফটকে অবস্থান নিয়ে থাকায় তিনি বের হতে পারেননি বলে ঘটনাস্থলে উপস্থিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্রী তানভীর আহমেদ জানান।

গুলশানের ৭৯ নম্বর সড়কে ‘ফিরোজা’ নামের ওই বাড়ির উল্টো দিকে রাস্তা আগলে থাকা একটি বালির ট্রাকের ওপরে রয়েছেন তানভীর।

তিনি জানান, বাড়ির ফটক খোলা থাকলেও বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব সেখানে রীতিমতো দেয়াল তৈরি করেছেন। ফটকের ভেতরে সাদা রঙের গাড়ির সামনের আসনে প্রায় এক ঘণ্টা বসে থাকার পর পৌনে ৪টার সময় নেমে আসেন খালেদা।

এ সময় তার এক হাতে ছিল জাতীয় পাতাকা। বাড়ির উল্টো দিকে অপেক্ষায় থাকা গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে অন্য হাত নেড়ে তিনি পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে শুরু করেন। এরপর ‘অফ হোয়াইট’ রঙের শাড়ি পরিহিত খালেদাকে পতাকা হাতে সেখানেই দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

র‌্যাব-১ এর কমান্ডার কিসমৎ হায়াত সহ র‌্যাব বেশ কয়েকজন র‌্যাব সদস্যও রয়েছেন ফটকের সামনে।

খালেদা জিয়ার একান্ত সচিব সালেহ আহমেদ প্রিন্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ঢোকার অনুমতি রয়েছে। কিন্তু পুলিশ এমনভাবে দাঁড়িয়ে আছে যে আমি যেতেই পারছি না।”

বাড়ির সামনে এক প্লাটুন ছাড়াও রাস্তার ওপর রয়েছে এ প্লাটুন নারী পুলিশ। আর সড়কের প্রবেশপথসহ পুরো এলাকায় মোতায়েন করা হয়েছে আরো ছয় প্লাটুন পুলিশ। বাড়ির সামনে একটি জলকামানও রাখা হয়েছে।

বাড়ির সামনে দুটো ও রাস্তায় গলির মুখে তিনটি বালিবোঝাই ট্রাক আড়াআড়িভাবে রেখে রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। অবশ্য গুলশানের ওসি রফিকুর ইসলাম বলছেন, নষ্ট হয়ে ওভাবে দাঁড়িয়ে আছে ট্রাকগুলো।

খালেদা জিয়ার প্রটোকলের পুলিশ প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে বিএনপি নেতারা অভিযোগ করলেও সকাল থেকেই তাদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

রোববার নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। তবে হাফিজ শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বলেছেন, সকাল থেকে তারা সমাবেশ শুরু করবেন এবং খালেদা জিয়া যে কোনো সময় এতে যোগ দেবেন।

খালেদা জিয়া একদিন আগে এক ভিডিও বার্তায় তিনি উপস্থিত হতে না পারলেও সমাবেশ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। সেইসঙ্গে সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে বলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬:২৭:০২   ৩৭০ বার পঠিত