শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৩
অবারও বিয়ে করলেন আসিফ নজরুল কনে, হুমায়ূনকন্যা শীলাকে
Home Page » প্রথমপাতা » অবারও বিয়ে করলেন আসিফ নজরুল কনে, হুমায়ূনকন্যা শীলাকেখোকন:বঙ্গ-নিউজ ডটকমঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, টিভি টক শোর আলোচিত মুখ আসিফ নজরুল আবারও বিয়ে করলেন। কনে কিংবদন্তি কথাশিল্পী হুমায়ূন আহমেদের দ্বিতীয় কন্যা, একসময়ের সাড়াজাগানো চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী শীলা আহমেদ। মাস দু‘য়েক আগে আসিফ নজরুলের সঙ্গে শীলা আহমেদের বিয়ে হয়েছে বলে তাদের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। আসিফ নজরুল ও শীলা আহমেদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের কভার ছবি হিসেবে গত মঙ্গলবার দু‘জনের যুগল ছপি আপলোড করা হয়। ছবিতে দেখা যাচ্ছে, শীলা আহমেদ কাবিননামায় স্বাক্ষর করছেন।
১০-১২ বছর আগে আসিফ-শীলার প্রেম ও বিয়ের জোরালো গুঞ্জন উঠেছিল। তাদের দু‘জনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও তা বিয়ে পর্যন্ত গড়ায়নি। সে সময় শীলা তার বিশ্ববিদ্যালয়ের সহপাঠীকে বিয়ে করে সংসারী হন। শীলার প্রথম সংসারে দুটি কন্যাসন্তান রয়েছে। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরই শীলাকে আসিফ বিয়ে করেন। ফেসবুকে কভার ছবির পরিচিতিতে আসিফ নজরুল লিখেছেন_ ‘মি উইথ শীলা ইন অ্যা ভেরি স্পেশাল ডে‘।
আসিফ নজরুল সর্বশেষ বিশিষ্ট চলচ্চিত্র ও নাট্যাভিনেত্রী রোকেয়া প্রাচীকে সাত বছর আগে বিয়ে করেন। আসিফ ও রোকেয়া প্রাচীর সংসারে ৬ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। এক বছর আগে রোকেয়া প্রাচীর সঙ্গে আসিফ নজরুলের বিবাহবিচ্ছেদ হয়। এ দুই বিয়ের আগে আসিফ নজরুলের আরও বিয়ের সংবাদ জানা গেছে।
গতকাল বুধবার ফেসবুকে আসিফ-শীলার বিয়ের খবর প্রচারের পর নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। এ সময় আসিফ নজরুল ও শীলা আহমেদ দু‘জনেরই মুঠোফোন বন্ধ পাওয়া যায়। আনন্দ প্রতিদিন থেকে আসিফ নজরুলের প্রাক্তন স্ত্রী রোকেয়া প্রাচীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমিও আসিফ-শীলার বিয়ের খবর শুনেছি। আমি আর কী বলতে পারি! তাদের অভিনন্দন জানাই। দেশে যখন মুক্তিযুদ্ধবিরোধী শক্তির প্রবল উত্থান ও তাণ্ডব চলছে, সে সময় এ ধরনের বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছা নেই।
হুমায়ূন আহমেদের মেজ কন্যা শীলা আহমেদ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। বাবার পরিচালনায় ‘আগুনের পরশমণি‘ ছবিতে অভিনয় করে ১৯৯৪ সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এ ছাড়া ‘আজ রবিবার‘, ‘জননী‘, ‘উইজা বোর্ড‘সহ তার অভিনীত অসংখ্য টিভি নাটক ব্যাপক দর্শকপ্রিয়তা পায়।
পিতা হুমায়ূন আহমেদ দ্বিতীয় বিয়ে করায় তার প্রতি অভিমান করে শীলা অভিনয় ছেড়ে দেন। হুমায়ূন আহমেদ তার অনেক গ্রন্থে শীলার অভিমান ও দূরত্বের কথা নানাভাবে পাঠককে জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬:০৮:৫৫ ৯৪২ বার পঠিত