শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৩

স্পেনে অনেক নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে ২০১৪ সালে: মারিয়ানো রাজয়

Home Page » প্রথমপাতা » স্পেনে অনেক নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে ২০১৪ সালে: মারিয়ানো রাজয়
শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৩



033448e907fbd48794d1cc047f1d5fc6_xl.jpgখোকন:বঙ্গ-নিউজ ডটকমঃ ২০১৪ সালের ডিসেম্বর নাগাদ আর্থিক প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি স্পেনে অনেক নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় এছাড়া, আগামী বছরের প্রথম প্রান্তিক থেকে বিদ্যুতের বিল দশমিক শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত স্থগিতের কথাও জানান তিনি সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রাজয় স্পেনের প্রধানমন্ত্রী মারিও রাজয় বলেন, ‘আমরা দেখছি যে স্পেন মন্দা কাটিয়ে ওঠেছে, তাই ২০১৪ নি:সন্দেহে আমাদের জন্য একটি ভালো বছর আগামী বছর আমাদের আর্থিক কার্যক্রম বাড়ানোর পাশাপাশি কমে যাবে বেকার মানুষের সংখ্যাও

বাংলাদেশ সময়: ১১:৫০:১৫   ৩৬১ বার পঠিত