শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৩
স্পেনে অনেক নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে ২০১৪ সালে: মারিয়ানো রাজয়
Home Page » প্রথমপাতা » স্পেনে অনেক নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে ২০১৪ সালে: মারিয়ানো রাজয়খোকন:বঙ্গ-নিউজ ডটকমঃ ২০১৪ সালের ডিসেম্বর নাগাদ আর্থিক প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি স্পেনে অনেক নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়। এছাড়া, আগামী বছরের প্রথম প্রান্তিক থেকে বিদ্যুতের বিল ২ দশমিক ৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত স্থগিতের কথাও জানান তিনি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রাজয়। স্পেনের প্রধানমন্ত্রী মারিও রাজয় বলেন, ‘আমরা দেখছি যে স্পেন মন্দা কাটিয়ে ওঠেছে, তাই ২০১৪ নি:সন্দেহে আমাদের জন্য একটি ভালো বছর। আগামী বছর আমাদের আর্থিক কার্যক্রম বাড়ানোর পাশাপাশি কমে যাবে বেকার মানুষের সংখ্যাও।
বাংলাদেশ সময়: ১১:৫০:১৫ ৩৬১ বার পঠিত