শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৩
ঠাকুরগাঁওয়ের কৃষকেরা বাড়তি টাকা দিয়েও সময়মতো সার পাচ্ছেন না
Home Page » প্রথমপাতা » ঠাকুরগাঁওয়ের কৃষকেরা বাড়তি টাকা দিয়েও সময়মতো সার পাচ্ছেন নাখোকন: বঙ্গ-নিউজ ডটকমঃ বাড়তি টাকা দিয়েও সময়মতো সার পাচ্ছেন না ঠাকুরগাঁওয়ের কৃষকেরা। বিক্রেতারা বলছেন, হরতাল-অবরোধের দোহাই দিয়ে সার সরবরাহ করছেন না ডিলাররা। তীব্র সার সংকট দেখা দিয়েছে এবার ঠাকুরগাঁয়ে। অল্প কিছু সার পাওয়া গেলেও তা কিনতে কৃষকদের গুণতে হচ্ছে দ্বিগুণ টাকা। এ কারণে চলতি মৌসুমে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশংকা করছেন কৃষকেরা। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বললে তারা সময় সংবাদকে জানান, সার সাড়ে ৭শ‘ টাকা বস্তা। কিন্তু নিতেছে ১৪শ‘ টাকা বস্তা। সার আছে ৫শ‘ বস্তা, আর তারা লোক এসেছেন প্রায় ২ হাজার। সারাটা দোকানিরা কিভাবে দিবে বলেও জানান তারা। এদিকে সারের ডিলাররা বলছেন, হরতাল টানা অবরোধের কারণে পরিবহন বন্ধ থাকায় সময়মতো আনা যাচ্ছেনা সার। তবে বিক্রেতাদের অভিযোগ, অবরোধের কারণ দেখিয়ে ডিলাররা বেশি টাকায় সার সরবরাহ করছে। দোকানিরা বলছেন, ‘ডিলাররা উচ্চদামে সার বিক্রি করছে। সাধারণ দোকানিরা সারতো পাচ্ছে না, তারা কিভাবে উচ্চদামে সার বিক্রি করবে? এ বিষয়ে সার ডিলার হুমায়ুন কবির সময় সংবাদকে বলেন, ‘সার সঙ্কটের অন্যতম কারণ হচ্ছে পরিবহন সঙ্কট। রাজনৈতিক সঙ্কট যদি নিরসন হয়, রাস্তায় গড়ি-ঘোড়া যদি ঠিকভাবে চলে তবে সাত দিনের মধ্যে এ সঙ্কতট নিরসন হয়ে যাবে। তবে জেলা কৃষি কর্মকর্তা বলছেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ডিলারদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। ঠাকুরগাঁও জেলা কৃষি কর্মকর্তা কৃষি বিভাগের উপ-পরিচালক বেলায়েত হোসেন সময় সংবাদকে বলেন, ‘যদি আমাদের কাছে তথ্য থাকে এবং প্রমাণিত হয় যে, কেউ বেশি দামে সার বিক্রি করছে, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিবো। কৃষি বিভাগের তথ্য মতে, চলতি বছর ঠাকুরগাঁও জেলায় ২২ হাজার ৮শ হেক্টরে আলু, ৬০ হাজার ৯০ হেক্টরে গম, ১২ হাজার ৫শ ৮০ হেক্টরে ভুট্টা, ১২ হাজার ৭শ ৬০ হেক্টরে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১:২৯:৪৭ ৩৪১ বার পঠিত