শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৩
যশোরে দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৩
Home Page » সংবাদ শিরোনাম » যশোরে দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৩(রাজু)বঙ্গ-নিউজ ডটকমঃ যশোরে শুক্রবার দুটি নসিমন দুর্ঘটনায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হন নয় জন।
এরমধ্যে যশোর-মাগুরা সড়কের পাঁচবাড়িয়া বালিয়াডাঙ্গা এলাকায় দুজন এবং জেলা শহরের বিমান অফিস মোড়ে একজনের মৃত্যু হয়।
আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় বলে পুলিশ জানিয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক জানান, সকাল ১১টার দিকে পাঁচবাড়িয়া বালিয়াডাঙ্গা এলাকায় দ্রুতগতির একটি নসিমন উল্টে গেলে আরোহীরা রাস্তার উপর ছিটকে পড়ে।
এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয় এক মহিলা ও ১০/১১ বছরের এক মেয়ের মৃত্যু হয়।
আহতরা হলেন যশোরের মণিরামপুর উপজেলার দাবুখালি গ্রামের সালেহা (২৫), তার মেয়ে সাদিয়া (৩), ছেলে সাগর (২), সদরের রাজাপুর গ্রামের হাজেরা (৩০), তার মেয়ে মারিয়া (২), রূপদিয়া গ্রামের উর্মি (৫), বাঘারপাড়ার হুলিহট্ট গ্রামের মরিরুজ্জামান (২২), টিটো (১২) ও নসিমন চালক যশোর সদরের যোগীপাড়া গ্রামের শফিক (৩৫)।
লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, সকাল ৬টায় শহরের বিমান অফিস মোড়ে বেপরোয়া গতির একটি নসিমন পেছন থেকে একটি মিনি ট্রাককে ধাক্কা দিয়ে উল্টে যায়। এ সময় নসিমনটির নিচে চাপা পড়ে এর চালক আব্দুর রশিদ (৩৫) নিহত হন।
ট্রাকটি হঠাৎ দাঁড়িয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বাংলাদেশ সময়: ১৬:১৩:৪৬ ৩১৯ বার পঠিত