শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৩

র‌্যাব-বিজিবি ; ব্যালট পেপারের পাহারায়

Home Page » প্রথমপাতা » র‌্যাব-বিজিবি ; ব্যালট পেপারের পাহারায়
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৩



images1.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় দশম সংসদ নির্বাচনের ব্যালট পেপার পাঠানো শুরু হচ্ছে শুক্রবার।
নির্বাচন প্রতিহতে বিরোধী দলের ঘোষণার মধ্যে শুধু পুলিশ পাহারা যথেষ্ট মনে না করায় নির্বাচন কমিশন বিজিবি-র‌্যাবের পাহারায় তা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

বিরোধী দলবিহীন এই নির্বাচনে ১৫৪ আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ৫ জানুয়ারি ৫৯ জেলার ১৪৬ আসনে ভোটগ্রহণ হবে।

ভোটের ১০ দিন আগে বৃহস্পতিবার ইসি সচিবালয়ের নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মোহাম্মদ সাজাহান খান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, শুক্রবার ১৪৬টি আসনের নির্বাচনী এলাকায় ব্যালট পেপার এবং আরএসএম কিটস (ল্যাপটপের যন্ত্রপাতি ও সফটওয়ার বিশেষ) রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাকে সরবরাহ করা হবে।

এসব সামগ্রী পরিবহনের সময় প্রয়োজনী সংখ্যক সশস্ত্র পুলিশ নিয়ে আসার জন্য রিটার্নিং কর্মকর্তাকে বলা হয়েছে।

কিন্তু বর্তমান বাস্তবতায় শুধু পুলিশ পাহারা ঝুঁকিপূর্ণ বিবেচনায় ব্যালট পেপার পরিবহনের জন্য যানবাহন বা ট্রাকের সামনে-পেছনে বিজিবি ও র‌্যাবের পাহারার ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ পরিদর্শক, বিজিবি ও র‌্যাবের মহাপরিচালককে জানিয়েছে ইসি।

ইসি কর্মকর্তারা জানান, ৩০০ আসনের জন্য তৈরি করা ভোটার তালিকা অনুযায়ী এবারের নির্বাচনে ৯ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৯৭৭ জনের ভোটাধিকার প্রয়োগ করার কথা ছিল।

কিন্তু ১৫৪ আসনে ভোটগ্রহণ হচ্ছে না বলে ১৪৬ আসনের জন্য ৪ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার ৪১ জন ভোটারের জন্য সমপরিমাণ এবং প্রতি আসনের জন্য ১ হাজার অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে।

শুক্রবার বিজি প্রেস ও গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস এবং সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের পক্ষে সংশ্লিষ্টরা আসনভিত্তিক ব্যালট পেপার সংগ্রহ করবে।

দুর্গম এলাকায় হেলিকপ্টার

দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনী মালামাল পরিবহন ও আইন শৃঙ্খলা রক্ষার জন্যে ভোটের আগে-পরে কয়েকদিন ‘সুনির্দিষ্ট সামরিক হেলিকপ্টার ও বিমান’ প্রয়োজন হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বৃহস্পতিবার জানিয়েছে ইসি।

আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সশস্ত্রবাহিনী বিভাগে এ বিষয়ে চাহিদা পাঠাবে।

এছাড়া ভোট উপলক্ষে সিইসি, ইসি বা সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি নির্বাচনী কাজে যাওয়ার সুবিধার্থে একটি হেলিকপ্টার ১ জানুয়ারি থেকে ব্যবস্থা রাখার জন্যে ইতোমধ্যে সশস্ত্রবাহিনীকে চিঠি দিয়েছে কমিশন।

নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে সশস্ত্রবাহিনী মোতায়েনও হয়েছে

বাংলাদেশ সময়: ৯:৩৮:০২   ৩২০ বার পঠিত