বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৩

দুর্গাপুরে স্বতন্ত্রপ্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে একমাত্র ছোটবোন।

Home Page » সারাদেশ » দুর্গাপুরে স্বতন্ত্রপ্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে একমাত্র ছোটবোন।
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৩



nirbachan-durgapur.jpgতমাল সাহা । স্টাফ রিপোর্টার
নেত্রকোণা - ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত সাবেক তিন তিন বার নির্বাচিত সংসদ সদস্য, কেন্দ্রীয় জাতীয় পরিষদ এর সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দীন তালুকদার এর ছেলে শাহ্ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রাথী হয়ে হরিণ প্রতিক নিয়ে নির্বাচনে লড়ছেন। বুধবার সন্ধ্যায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি ছবি বিশ্বাস এর দুর্গাপুরে বিশাল নির্বাচনী মিছিলে নেতৃত্বদেন শাহ্ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল এর একমাত্র ছোট বোন জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার। পরবর্তিতে স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি উসমান গনি তালুকদার এর সভাপতিত্বে নির্বাচনী সমাবেশে জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার প্রধান অতিথি হয়ে প্রকাশ্যে তাঁর মরহুম পিতার আদর্শের নৌকায় ভোট দেওয়ার সকলকে আহবান জানান। ঝুমা তালুকদার তাঁর একমাত্র ভাই রুয়েল তালুকদার এর বিরুদ্ধে নির্বাচনী প্রচারে নামায় নির্বাচনী এলাকায় ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। অপরদিকে আওয়ামীলীগ এর নির্বাচনী সমাবেশ চলাকালে স্বতন্ত্রপ্রার্থী শাহ্ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল এর হরিণ প্রতিকে ভোট চেয়ে এক বিশাল মিছিল সমাবেশ স্থল দিয়ে যায়।
উল্লেখ্য যে, আওয়ামীলীগ প্রার্থী ছবি বিশ্বাস স্বতন্ত্রপ্রার্থী শাহ্ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল ছাড়াও স্বতন্ত্রপ্রার্থী হয়ে বর্তমান সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী আনারস প্রতীক নিয়ে নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে

বাংলাদেশ সময়: ১৬:০২:১৯   ৪৫৭ বার পঠিত