মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৩

মাগুরায় হাতবোমায় আহত ২

Home Page » সংবাদ শিরোনাম » মাগুরায় হাতবোমায় আহত ২
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৩



ঙ্গ  -নিউজ ডটকমঃ মাগুরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ছাত্রদলের মিছিল থেকে হাতবোমা বিস্ফোরণে দুইজন আহত হয়েছেন।
বিরোধী দলের ডাকা অবরোধের মধ্যে মঙ্গলবার সকালে এ ঘটনায় মাগুরা জেলা ছাত্রদলের সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অবরোধের সমর্থনে ছাত্রদলের একটি মিছিল মাগুরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাস্তা অতিক্রম করার সময় দুটি হাতবোমা ফাটানো হয়। এতে খদেজা খাতুন নামে জেলা প্রশাসক কার্যালয়ের চতুর্থ শ্রেণির এক কর্মচারী ও তার স্বামী ইজিবাইক চালক আব্দুল হালিম আহত হন।

এ সময় হালিমের ইজিবাবইকও ভাংচুর করে অবরোধকারীরা।

হালিম জানান, প্রতিদিনের মতো তিনি স্ত্রীকে নিয়ে ইজি বাইক চালিয়ে ডিসি অফিসের সামনে আসেন। গেইটের কাছাকাছি পৌঁছাতেই পরপর দুটি ককটেল ফাটিয়ে তার ইজিবাইকে ভাংচুর করে মিছিলকারীরা।

এ সময় খোদেজা চোখে আঘাত পান। হালিম নিজেও সামান্য আহত হন।

জেলা প্রশাসকের কার্যায়ের নেজারত ডেপুটি কালেক্টরেট (এন ডি সি) আশরাফুল আলম জানান, আহত খোদেজাকে মাগুরা চক্ষু হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

সদর থানার ওসি এম এ হাশেম জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রদলের সভাপতি কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। ডিসি অফিসের নিরাপত্তাও বাড়ানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:০৩:৫৮   ৩৯৬ বার পঠিত