সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৩
ঝিনাইদহে সংঘর্ষ, পাঁচ পুলিশসহ আহত ১৫
Home Page » আজকের সকল পত্রিকা » ঝিনাইদহে সংঘর্ষ, পাঁচ পুলিশসহ আহত ১৫(রাজু)বঙ্গ-নিউজ ডটকমঃ বিএনপি-জামায়াত জোটের অবরোধের মধ্যে ঝিনাইদহের শৈলকুপায় ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে অবরোধকারীরা।
শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, সোমবার সকাল ৮টার দিকে শহরের কবিরপুরে অবরোধকারীদের ইটের আঘাতে তাদের পাঁচ সদস্য আহত হয়েছেন।
অন্যদিকে পুলিশের কাঁদানে গ্যাস ও শটগানের গুলিতে অন্তত ১০ কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন শৈলকুপা থানা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান দিপু।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই এলাকায় অবরোধের সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিলটি কবিরপুর মোড়ে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়।
অবরোধকারীরা এসময় পুলিশের দিকে ইট ছুড়তে ছুড়তে এগোনোর চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় অবরোধকারীরা অগ্রণী ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকের শাখা এবং কয়েকটি দোকানের কাচ ভাংচুরও করে বলে জানান ওসি।
বঙ্গ-নিউজ ডটকমকে তিনি বলেন, ইটের আঘাতে আহত পাঁচ কনস্টেবলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩:২৩:১৯ ৩৫৮ বার পঠিত