রবিবার, ২২ ডিসেম্বর ২০১৩
খালেদা জিয়ার সংবাদ সম্মেলন মঙ্গলবার
Home Page » সারাদেশ » খালেদা জিয়ার সংবাদ সম্মেলন মঙ্গলবারতমালবঙ্গ-নিউজ ডটকমঃ: দেশের চলমান সংকট ও সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া আগামী ২৪ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টায় দেশবাসীর উদ্দেশ্য তার বক্তব্য তুলে ধরবেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, দেশের চলমান সঙ্কট ও সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির ওপর বিরোধীদলীয় নেতা ও ১৮ দলীয় জোটের নেতা খালেদা জিয়া দেশবাসীর উদ্দেশ্যে তার বক্তব্য তুলে ধরবেন।
নির্বাচন স্থগিত ও নির্দলীয় সরকারের দাবিতে চার দিনের অবরোধ কর্মসূচি শেষ হওয়ার এক ঘণ্টা পরই বিএনপি চেয়ারপারসনের এ সংবাদ সম্মেলন হচ্ছে।
বাংলাদেশ সময়: ২৩:৪০:২৭ ৪২২ বার পঠিত