শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৩

আবারও গাজীপুরে গার্মেন্টস কারখানায় আগুন

Home Page » প্রথমপাতা » আবারও গাজীপুরে গার্মেন্টস কারখানায় আগুন
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৩



20131259181859w-gazi-fire-up.jpgবঙ্গনিউজ ডটকমঃ গাজীপুরের হোতাপাড়া মনিপুর বাজার এলাকায় গিভেন্সি গ্রুপের মাছুমা টেক্সটাইল নামের এক পোশাক কারখানায় আগুনে পুড়ে গেছে বিপুল পরিমাণ সুতা ও মেশিনপত্র।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে হঠাৎ করেই কারখানার ভিতরে ধোঁয়া বের হতে দেখেন শ্রমিকরা। প্রথমে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্ঠা করে। পরে গাজীপুর ফায়ার সার্ভিস ও ভালুকা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট যৌথভাবে কাজ করে বেলা সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন।

বাংলাদেশ সময়: ১৯:৪৮:৫৭   ৪১২ বার পঠিত