শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৩
আসাদুজ্জামান নূরের গাড়িতে হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
Home Page » প্রথমপাতা » আসাদুজ্জামান নূরের গাড়িতে হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিবঙ্গ-নিউজ ডটকমঃ নীলফামারীর রামগঞ্জে গাড়িবহরে হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। শুক্রবার বিকেলে ওই ঘটনায় আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে তিনি এ দাবি জানান। এসময় তার সাথে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরাও ছিলেন। গত ১৪ ডিসেম্বর নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নে জামায়াত শিবিরের হামলায় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের এলাকা পরিদর্শন শেষে ফেরার সময় গাড়িবহরে হামলা চালায় জামায়াত-শিবির কর্মীরা। এসময় সংঘর্ষে ৫ জন নিহত ও শতাধিক আহত হন। পরে গুরুতর আহত ১০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশ সময়: ১৯:৪৪:৩৯ ৩৪০ বার পঠিত