শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৩

সারাদেশে সেনা মোতায়েন: ২৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত

Home Page » এক্সক্লুসিভ » সারাদেশে সেনা মোতায়েন: ২৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৩



army-logo_1_2.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ২৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত সেনা মোতায়েন থাকবে। শেরে বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদ অডিটোরিয়ামে সশস্ত্রবাহিনী প্রিন্সিপাল স্টাফ অফিসার ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী প্রধানদের সঙ্গে বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ এ সিদ্ধান্তের কথা জানান।
প্রধান নির্বাচন কমিশন আরো জানান, তবে পরিস্থিতি বিবেচনায় এই মেয়াদ বাড়ানো, কমানো হতে পারে। সেনাসদস্যদের সঙ্গে ম্যাজিস্ট্রেটও থাকবে বলে জানান সিইসি। শুক্রবার বিকেলে সাড়ে তিনটায় শুরু হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন অন্য কমিশনার, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, বিজিবির মহাপরিচালক, ডিএমপি কমিশনারসহ আনসার, র‌্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধতন কর্মকর্তারা। এছাড়া ৬১ জন রিটার্নিং অফিসার, ৫৭৭ জন সহকারী রিটার্নিং অফিসার উপস্থিত ছিলেন বৈঠকে।
কাজী রকিবউদ্দীন আহমদ জানান, জাতীয় নির্বাচন যেহেতু একদিনে অনুষ্ঠিত হয় তাই সেনাবাহিনীর সাহায্য ছাড়া এটি সম্ভবপর হয় না। তিনি বলেন, ১৯৭৩ সাল থেকে এ পর্যন্ত কোন জাতীয় নির্বাচনই করা হয়নি। এই নির্বাচনেও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে সেনাবাহিনী থাকবে।
তিনি আরও বলেন, সাধারণভাবে সারাদেশে ২৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত সেনা মোতায়েন থাকবে। তবে পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনীর অবস্থানের মেয়াদ কম-বেশি হতে পারে।

বাংলাদেশ সময়: ১৯:৩৭:৪১   ৩৪২ বার পঠিত