বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৩

লালমনিরহাটে অর্ধশতাধিক মোটরসাইকেলে আগুন

Home Page » এক্সক্লুসিভ » লালমনিরহাটে অর্ধশতাধিক মোটরসাইকেলে আগুন
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৩



3720131219191555.jpgলালমনিরহাট বঙ্গ-নিউজ ডটকম: সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপির নেতাকর্মী-সমর্থকদের প্রায় ৪০টি মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে বিএনপি-জামায়াত-শিবিরকর্মীরা।লালমনিরহাটের পাটগ্রামের বাউরা পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় যোগদানের আগেই এ ঘটনা ঘটে।

এ সময় বিএনপি-জামায়াতের স্বসস্ত্র ক্যাডারদের ধাওয়ায় সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি, পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম নাজুসহ দলীয় নেতাকর্মীরা আত্মরক্ষার জন্য বাউরা ইউনিয়নের নবীনগর বিজিবি ক্যাম্পে পুলিশি প্রহরায় অবস্থান নেন বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার পর উপজেলার বাউরা ইউনিয়নের পাবলিক উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এমপি, পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন বাবুল ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম নাজুসহ উপজেলার দলীয় নেতাকর্মীরা বাউরা পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় যোগদান করার আগমূহুর্তে বিকেল সাড়ে ৫টার পর বিএনপি-জামায়াত শিবিরের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়ে ত্রাস সৃষ্টি করে। এ সময় প্রায় ৪০টি মোটরসাইকেল অগ্নিসংযোগ করে।

এ সময় স্থানীয় আওয়ামী লীগের মতবিনিময়ের জন্য জন্য তৈরি করা মঞ্চটিও পুড়িয়ে দেয় বিএনপি-জায়ামতকর্মীরা।

এ ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।

স্থানীয়রা জানান, হাতীবান্ধা উপজেলার বড়খাতা ফকিরপাড়া এলাকার সফিকুল ইসলাম মুহুরী ওরফে কালামাশান নামের এক আওয়ামী লীগকর্মীসহ অজ্ঞাত কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

বাউরা ইউনিয়ন চেয়ারম্যান হাবীবুল হক বসুনীয়া জানায়, ‘পুলিশি প্রহরায় উপজেলার জোংড়া ন্যাশনাল উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা শেষে সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি গাড়িবহর বাউরার মতবিনিময় সভাস্থ পৌঁছানোর আগেই বড়খাতা থেকে আসার কতিপয় নেতাকর্মী বাজারে মোটরসাইকেল শোডাউন দিয়ে সভাস্থলে অবস্থান নেওয়ার পরই বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা তাণ্ডবলীলা চালিয়ে অগ্নিসংযোগ করে।

এতে বেশকিছু মোটরসাইকেল ও মঞ্চসহ স্কুলের একাংশ পুড়ে যায়। এ সময় আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা এদিকে সেদিক পালাতে গিয়ে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।’ আগদের মধ্যে সাত জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম নাজু, উপজেলা সাধারণ সম্পাদক রুহুল আমীন বাবুল, বাউরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম মিরন ও সাধারণ সম্পাদক সঞ্জয় কর বাপ্পার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের কাউকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে বলেন, ‘বিএনপির ছত্রছায়ায় জামায়াতের সন্ত্রাসীরা এই হামলায় চালিয়েছে বলে স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাব হোসেন জানান,‘কোনো কিছু বুঝে ওঠার আগেই অতর্কিতভাবে হামলা চালিয়েছে জামায়াত-বিএনপির নেতাকর্মীরা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার রফিকুল হকের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।

বাংলাদেশ সময়: ২০:২১:২৮   ৪১৫ বার পঠিত