বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৩
দুর্গাপুরে কবিতা উৎসব সম্পন্ন
Home Page » সারাদেশ » দুর্গাপুরে কবিতা উৎসব সম্পন্নতমাল সাহা,স্টাফ রিপোর্টার
নেত্রকোনার দুর্গাপুরে দিন ব্যাপি ৭ম কবিতা উৎসব সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার। দুর্গাপুর সাহিত্য সমাজ কর্তৃক আয়োজিত ‘‘ কবিতা হোক দিগন্তের সেতু বন্ধন” এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে উদযাপিত হয়েছে কবিতা উৎসব ২০১৩। দিবসের শুরুতে আয়োজক ও অতিথি বৃন্দের উপস্থিতে উদ্ভোধনী সঙ্গীত ও বর্নাঢ্য র্যালী শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় জেলাপরিষদ অডিটরিয়াম এ সাহিত্য সমাজ সভাপতি ও উৎসব কমিটির আহবায়ক নাজমুল হুদা সারোয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কবি ফরিদ আহমেদ দুলাল, বিশেষ অতিথি ছিলেন, একুশ শতক শ্রোত সাহিত্য পুরস্কার পদক প্রাপ্ত কবি টোকন ঠাকুর, কবি আবুল বাশার, কবি নুলুল ইসলাম, কবি মতিন্দ্র মানখিন, কবি আহম্মদ কাফিল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রুহুল আমীন চন্নু, মেয়র শ.ম জয়নাল আবেদীন, সুজন সভাপতি অজয় সাহা, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, এডভোকেট মানেশ সাহা, নিত্যানন্দ গোস্বামী নয়ন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯:১১:৪৫ ৪২৯ বার পঠিত