বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৩
রিজার্ভে ১৮ বিলিয়ন ডলার
Home Page » অর্থ ও বানিজ্য » রিজার্ভে ১৮ বিলিয়ন ডলারবঙ্গনিউজ ডটকমঃ প্রথমবারের মতো ১ হাজার ৮০০ কোটি ডলার ছাড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রার মজুদ।
রপ্তানি আয় ও রেমিটেন্সের ইতিবাচক ধারায় ‘রিজার্ভ’ এ উচ্চতায় পৌঁছেছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহা ব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান।
বৃহস্পতিবার বেলা আড়াইটার পর ‘রিজার্ভ’ ১৮ বিলিয়ন ডলার অতিক্রম করে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।এই অর্থ দিয়ে ৬ মাসের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব বলে জানান তিনি।
ছাইদুর রহমান বলেন, রপ্তানি আয় ও রেমিটেন্সের ভাল প্রবাহের পাশাপাশি আমদানি ব্যয়ের নিম্নগতিও এই রিজার্ভে ভূমিকা রেখেছে।
বাংলাদেশ সময়: ১৬:৪০:৩৯ ৩৭৯ বার পঠিত