বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৩

গণজাগরণ মঞ্চের ১৫ কর্মীকে আটক করেছে পুলিশ

Home Page » জাতীয় » গণজাগরণ মঞ্চের ১৫ কর্মীকে আটক করেছে পুলিশ
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৩



dee0fe5a57776b1fdfd0fa1b1cd2971a.jpgবঙ্গনিউজ ডটকমঃ গণজাগরণ মঞ্চের আট কর্মীকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। এছাড় তাকেও আটকের চেষ্টা করা হয়েছিল বলে জানান তিনি। আটকের মধ্যেও প্রয়াত হুমায়ুন আজাদের ছেলে অনন্য আজাদও রয়েছেন।পাকিস্তান দূতাবাস ঘেরাও করার জন্য বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে গুলশান -২ নম্বরে ল্যান্ডমার্ক ভবনের সামনে জড়ো হন গণজাগরণ মঞ্চের কর্মী ও শহীদের স্বজনরা। এসময় হঠাৎ করেই পুলিশ লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। এসময় উভয়পক্ষে ধস্তাধস্তি হয়।

একসময় রওশন আরা নিপা ও মাহমুদুল হাসানসহ গণজাগরণের ৪ কর্মীকে আটক করে নিয়ে যেতে দেখা যায়। তারা ‘রাজাকারের ফাঁসি হলে পাকিস্তানের কেন জ্বলে’স্লোগান দিচ্ছিলেন। এরই মধ্য পুলিশ গিয়ে তাদের লাঠিচার্জ করে উঠিয়ে দেয়। এসময় কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।

বাংলাদেশ সময়: ১৬:২১:২৯   ৩৮০ বার পঠিত