বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৩
‘আপনাদের কারণেই আমাদের এই বিপদ’ সাংবাদিকদের বললেন মৃত্যুদণ্ডের রায় প্রাপ্ত বিশ্বজিৎ হত্যার আসামি
Home Page » জাতীয় » ‘আপনাদের কারণেই আমাদের এই বিপদ’ সাংবাদিকদের বললেন মৃত্যুদণ্ডের রায় প্রাপ্ত বিশ্বজিৎ হত্যার আসামিবিশ্বজিৎ হত্যা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২১ জন কর্মীর মধ্যে আটজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বাকি ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া দণ্ডবিধির ১৪৩ ধারায় যাবজ্জীবন সাজা পাওয়া প্রত্যেককে ছয় মাস কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
বিশ্বজিৎ হত্যাকান্ডের রায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি রাশেদুজ্জামান ওরফে শাওন সাংবাদিকদের উদ্দেশে বলেন,‘আপনাদের কারণেই আমাদের এই বিপদ। রায়ে আপনারা খুশি তো? আপনারা খুশি হলেই আমরা খুশি।’
‘জজ কোর্টের ওপর হাইকোর্ট আছে। সেখানে কিছু করার চেষ্টা কইরেন। আর আমার লাইগা চিন্তা কইরেন না। আমার কিছুই অইব না।’ –বলেছেন মৃত্যুদণ্ডের রায় প্রাপ্ত আরেক আসামি রফিকুল ইসলাম ওরফে শাকিল। রায় ঘোষণার পর আদালত থেকে আসামিদের প্রিজনভ্যানে ওঠার সময় শাকিল তার বড় ভাই মাসুদ রানার উদ্দেশে এসব কথা বলেন।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ বি এম নিজামুল হক বুধবার দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে এ রায় ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৬:১৭:৩০ ৩৭৮ বার পঠিত