মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৩

জামিন পেলেন হান্নান শাহ্ -এক মামলায়

Home Page » জাতীয় » জামিন পেলেন হান্নান শাহ্ -এক মামলায়
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৩



hannan123.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ এক মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অব. আ স ম হান্নান শাহ।মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর আদালতের অবকাশকালীন বিচারক আরিফুর রহমান রাজধানীর ভাটারা থানার একটি মামলায় তার জামিন মঞ্জুর করেন।

গত ২৫ নভেম্বর সোমবার রাত ৯টার দিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এদিকে একই আদালতে রাজধানীর রমনা থানায় দায়ের করা গাড়ি পোড়ানো মামলায় জামিন পেয়েছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু এবং সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু। আসামিপক্ষে আদালতে জামিন আবেদন করেন অ্যাডভোকেট সানাউল্লা মিয়া।

বাংলাদেশ সময়: ১৬:৫৫:২৪   ৪২৭ বার পঠিত