মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৩
বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে
Home Page » খেলা » বিশ্বকাপ ট্রফি বাংলাদেশেবঙ্গ-নিউজ ডটকম:কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে পৌঁছেছে।মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে দুবাই থেকে আসা বিশ্বকাপ ট্রফি বহনকারী বিশেষ বিমানটি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আনুষ্ঠানিকতা শেষে ট্রফিটি বিমান থেকে নামানো হয় ১টা ১০ মিনিটে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন আহমেদ সোয়া ১টার দিকে ট্রফিটি গ্রহণ করেন।
ফিফার একটি নিরাপত্তা দলও ট্রফির সাথে বাংলাদেশে এসেছে।
৩৬.৮ সেন্টিমিটার লম্বা ৫ কেজি ওজনের ট্রফিটি এবার তিন দিনের সফরে ঢাকা আসছে।
জানা গেছে, বিমান বন্দর থেকে ট্রফিটি প্রথম নেয়া হবে বঙ্গভবনে। বেলা ৩টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ বিশ্বকাপটি গ্রহণ করবেন। এরপর বিকেল ৪টায় সেটি গণভবনে যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিশ্বকাপ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে আগামীকাল ও পরশু। ১৫ হাজার দর্শক বিশ্বকাপ ট্রফিটি দেখতে পারবেন। যার মধ্যে ৯ হাজার ভাগ্যবান দর্শককে বেছে নেওয়া হয়েছে কোমলপানীয় কেনার মাধ্যমে। পথশিশু, সুবিধাবঞ্চিত শিশুদের জন্যও থাকছে বিশেষ টিকিট। নির্দিষ্ট সময়ের মধ্যেই দর্শকেরা স্টেডিয়ামে বিশ্বকাপের ট্রফিটি দেখবেন। মাঠের একটি বিশেষ স্থানে কাঁচের পাত্রে থাকা বিশ্বকাপ ট্রফির সঙ্গে স্বয়ংক্রিয় ডিভাইসের মাধ্যমে ছবি তোলারও সুযোগ পাবেন দর্শকেরা। স্টেডিয়ামে দর্শকদের জন্য ফুটবল খেলার পাশাপাশি অন্যান্য বিনোদনের ব্যবস্থাও করেছেন আয়োজকেরা। ওই সময় দেখানো হবে বিশ্বকাপের বিভিন্ন আসরের স্মরণীয় সব ছবি ও ভিডিও ক্লিপিংস। সবশেষে উপহার দেওয়া হবে বিশ্বকাপ ট্রফির সঙ্গে দর্শকের স্মরণীয় ওই ছবিটি।
বিশ্বকাপ ফুটবলের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক কোকাকোলার দাবি, এবার তারা বাংলাদেশকে আসল ট্রফি দেখার সুযোগ করে দিয়েছে। এর আগে ২০০২ সালেও এসেছিল এই ট্রফি। সেটি ছিল রেপ্লিকা।
বাংলাদেশ সময়: ১৩:৪৮:৫৯ ৩৩২ বার পঠিত