মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৩

জনশক্তি রফতানি কমেছে: মন্ত্রীর প্রথম স্বীকারোক্তি

Home Page » জাতীয় » জনশক্তি রফতানি কমেছে: মন্ত্রীর প্রথম স্বীকারোক্তি
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৩



mosharraf-460_0_1_17150_0_17620.jpgবঙ্গ-নিউজ ডটকম:প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এই প্রথম বার স্বীকার করলেন যে, বাংলাদেশের জনশক্তি রফতানি তিন ভাগের এক ভাগে নেমে এসেছে। মঙ্গলবার আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে নিজ মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রীর মুখ দিয়ে আসল সত্যিটি বেরিয়ে আসে। মন্ত্রী বলেন, বিগত দুই বছর আমরা বাংলাদেশ থেকে ৬ লাখ জনশক্তি রফতানির টার্গেট নিতাম। এবছর আমাদের টার্গেট ছিল ৪ লাখ। সেই টার্গেট পূরণ হওয়া নিয়েও সংশয় রয়েছে।

এর কারণ সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে আশঙ্কা ছিল বিদেশ থেকে শ্রমিক ফিরে আসে কিনা। ফিরে না আসায় তিনি সন্তোষ প্রকাশ করেন। কোন কোন দেশে জনশক্তি রফতানি করা হয়েছে এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন ১৫৩টি দেশে আমরা জনশক্তি পাঠাতে সক্ষম হয়েছি। এসময় তিনি সাংবাদিকদের মন্ত্রণালয়ের ৫ বছরের নানা সাফল্যের একটি একটি প্রিন্ট কপি ধরিয়ে দেন। এছাড়া ১৮ ডিসেম্বর বিশ্ব অভিবাসী দিবসের নানা অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৩:৪৩:১৮   ৩৪৯ বার পঠিত