মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৩

‘সন্ত্রাসীদের’ গুলিতে দুই শ্রমিক নিহত

Home Page » প্রথমপাতা » ‘সন্ত্রাসীদের’ গুলিতে দুই শ্রমিক নিহত
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৩



badda.jpgবঙ্গ-নিউজ ডটকম:রাজধানীর বাড্ডায় ভবন নির্মাণের জন্য মাটি কাটার কাজ চলার সময় সন্ত্রাসীদের গুলিতে দুই শ্রমিক নিহত হয়েছেন।গুলশান পুলিশের উপ কমিশনার লুৎফুল কবির জানান, মঙ্গলবার সকাল সাড়ে আট ৮টার দিকে বাড্ডার হোসেন মার্কেট সংলগ্ন ময়নারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত দুই শ্রমিকের নাম মিলন ও ফারুক। মাহামুদ নামে আরেক শ্রমিককে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জমির মালিক চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

উপ কমিশনার জানান, সকালে শ্রমিকরা কাজ শুরুর পর হঠাৎ সন্ত্রাসীরা এসে তাদের ওপর গুলি করে চলে যায়।

গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর দায়িত্বরত চিকিৎসক মিলন ও ফারুককে মৃত ঘোষণা করেন।

রনি নামে এক শ্রমিক বলেন, “মুখোশধারী তিন লোক এসে হঠাৎ আমাকে চড় মারে। তারপর বলে- ‘এখান থেকে চলে যা’।

“আমি ভয়ে পাশের এক বাসায় ঢুকে যাই। তখন গুলির শব্দ শুনি। ফিরে এসে দেখি মিলন মাটিতে পড়ে আছে, গুলি লাগছে।”

মিলনকে নিয়ে হাসপাতালে রওনা হওয়ার সময় অারো কয়েকটি গুলির শব্দ শুনতে পান বলে জানান রনি। এরপর ফারুক ও মাহমুদকেও কাছেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

“ঘটনার সময় আমরা পাঁচজন ওইখানে ছিলাম। মিলন আর ফারুক মাটি কাটতেছিল। আমি, মাহামুদ আর সবুর লোহা কাটতেছিলাম।”

এ সময় জমির মালিক মো. ফারুক হোসেন বাড্ডায় ছিলেন বলে জানান তিনি।

লুৎফুল কবির জানান, যে পৌনে দুই কাঠা জমির ওপর ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে, তার মালিক ফারুক হোসেন ওয়েল্ডিংয়ের ব্যবসা করেন।

“ওই জামিতে আগে টিনশেড ঘর ছিল। ওই ঘর ভেঙে ভবন নির্মাণের জন্য কাজ শুরু করলে দুই দিন আগে মিরর নামে এক সন্ত্রাসী তার কাছে চাঁদা দাবি করে বলে ফারুক জানিয়েছেন।”

ওই টাকা দিতে অস্বীকার করায় এই হামলা হলো বলে প্রাথমিকভাবে ধারণা করছেন উপ কমিশনার। তবে কতো টাকা দাবি করা হয়েছিল সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

নিহত মিলনের বাড়ি বরগুনায়, ফারুকের বাড়ি পটুয়াখালীতে। ঢাকায় ময়নাবাগ ও বড়টেক এলাকায় তারা থাকতেন।

বাংলাদেশ সময়: ১৩:৩৮:৪৬   ৩৫৪ বার পঠিত