রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৩

লালমনিরহাটে গুলিতে শিবির নেতাসহ নিহত ৩

Home Page » প্রথমপাতা » লালমনিরহাটে গুলিতে শিবির নেতাসহ নিহত ৩
রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৩



index_17311.jpgবঙ্গ-নিউজ ডটকম:লালমনিরহাটের পাটগ্রামে পুলিশ ও বিজিবির সাথে জামায়াত-শিবিরের সংঘর্ষে শিবির নেতাসহ ৩ জন নিহত হয়েছেন।নিহতরা হলেন পাটগ্রাম উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মনিরুল ইসলাম (২৫), শিবিরের পৌর সাধারণ সম্পাদক সাজু মিয়া এবং আবদুর রহিম (২৬)।

রোববার পৌনে ৭টার দিকে লালমনিরহাট-পাটগ্রাম মহাসড়কের সরোয়ার বাজার নামক এলাকায় ত্রিমুখী এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, সকাল পৌনে ৭টার দিকে সরোয়ার বাজার এলাকায় জামায়াত-শিবির নেতাকর্মীরা মহাসড়কে গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ সময় পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়ে। পুলিশ তখন তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও গুলি ছোড়ে। এতে উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে। এ সময় পুলিশের গুলিতে অন্তত ১০/১২ জন আহত হয়। তাদের পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মনিরুল ও রহিম নামে দু’জন মারা যায়। অন্যদিকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর বেলা পৌনে ১টার দিকে সাজু মারা যান।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন জানান, পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয়েছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৩:৪৩:০৩   ৪০০ বার পঠিত