শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৩
রাজধানীতে জামাতের তাণ্ডব, যানবাহন ভাঙচুর-আগুন
Home Page » আজকের সকল পত্রিকা » রাজধানীতে জামাতের তাণ্ডব, যানবাহন ভাঙচুর-আগুনবঙ্গ-নিউজ ডটকম:রাজধানীর মতিঝিলে জামায়াতের সঙ্গে পুলিশর সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মিছিলে গুলি চালায়। এতে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় ফকিরাপুল ও নয়া পল্টন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।শুক্রবার জুমার নামাজের পর জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের প্রতিবাদে জামায়াত মতিঝিলের আইডিয়াল স্কুলের সামনে থেকে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।
এ সময় জামায়াতকর্মীরা যানবাহন, দোকানপাট ভাংচুর এবং অগ্নিসংযোগ করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:০৫:৩১ ৪০৭ বার পঠিত