শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৩
অবরোধের ক্ষতি পুষিয়ে নিতে ছুটির দিনেও চলছে রাজধানীর বিভিন্ন স্কুলে বার্ষিক পরীক্ষা
Home Page » প্রথমপাতা » অবরোধের ক্ষতি পুষিয়ে নিতে ছুটির দিনেও চলছে রাজধানীর বিভিন্ন স্কুলে বার্ষিক পরীক্ষাবঙ্গ-নিউজ ডটকম: টানা অবরোধ আর হরতালের ক্ষতি পুষিয়ে নিতে গত কয়েক সপ্তাহের মতো আজও (শুক্রবার) ছুটির দিনে রাজধানীর বিভিন্ন স্কুলের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রস্তুতি নিয়ে কিছুটা বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। শিক্ষাবর্ষের ক্যালেন্ডার অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে পরীক্ষা শেষ করতে পারেনি অনেক শিক্ষা প্রতিষ্ঠানই। এ নিয়ে স্কুল কর্তৃপক্ষ পড়েছেন চরম বিপাকে।
প্রতি বছরের মতো ডিসেম্বরের প্রথম সপ্তাহে বার্ষিক পরীক্ষা শেষ করার ইচ্ছে ছিলো বেশির ভাগ স্কুল কর্তৃপক্ষেরই। কিন্তু চলমান রাজনৈতিক অচলাবস্থায় সপ্তাহের অন্যান্য দিন শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় শুক্রবারও নিতে হচ্ছে বার্ষিক পরীক্ষা।
বন্ধের দিনটিতে অবরোধ বা হরতাল না থাকায় সকাল ও বিকেল এই দুই শিফটে চলছে পরীক্ষা। তারপরও পরীক্ষা শেষ করতে গড়াচ্ছে মধ্য ডিসেম্বর। আর এ কারণে পিছিয়ে যাচ্ছে স্কুলের ভর্তি পরীক্ষা।
এতে, শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা।
এ অবস্থায়, পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক।
উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ড. উম্মে সালমা বেগম বলেন, যদিও পরীক্ষা নিতে এবং পরীক্ষা ফলাফল পত্র তৈরী করতে সমস্যায় পড়তে হচ্ছে। তারপরও আমরা যত দ্রুত সম্ভব কাজগুলো সমাধান করতে চেষ্টা করছি।
বাংলাদেশ সময়: ১৭:৫২:৫৩ ৪৪৪ বার পঠিত