শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৩

Home Page » প্রথমপাতা »
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৩



20131246125046wcnt-hamla.jpgবঙ্গ-নিউজ ডটকম: জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পর বৃহস্পতিবার রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে ভাংচুর, অগ্নিসংযোগ করেছে জামায়াত শিবিরের কর্মীরা। রায়ের খবরের পরপরই সাতক্ষীরায় ২ আওয়ামী লীগ নেতাকর্মীকে কুপিয়ে হত্যা করে জামায়াত শিবির কর্মীরা। এছাড়া গতরাতে রাজশাহী, ও ফেনীতে পুলিশ এবং শিবির কর্মীদের সংঘর্ষ হয়। এসময় ফেনীতে ২০ জন আহত হয়। অন্যদিকে বগুড়ায় মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছে জামায়াত শিবির কর্মীরা
ফাঁসির খবরে বৃহস্পতিবার রাত ১২টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুর রহমানকে কুপিয়ে হত্যা করে জামায়াত শিবিরের কর্মীরা। রাত ২টার দিকে একই উপজেলার খোর্দ্দ বাটরা গ্রামে জজ মিয়া নামের আরও এক আওয়ামী লীগ কর্মীকে হত্যা করে তারা। অন্যদিকে কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর বাজারে বেশ কয়েকটি দোকানে ভাংচুর ও লুটপাটের পর আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া জেলার বেশ কয়েকটি স্থানে আওয়ামী লীগ অফিসসহ নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে ভাঙচুর ও লুটপাটের খবর পাওয়া গেছে।
বগুড়ায় মহাসড়কের বিভিন্ন স্থানে গর্ত করে, গাছ কেটে ও বৈদ্যুতিক পোল ফেলে অবরোধ করে রেখেছে জামায়াত শিবির কর্মীরা। গতকাল গভীর রাতে ঢাকা-বগুড়া, রংপুর-বগুড়া, ও নওগাঁ-বগুড়া মহাসড়কে ও রেললাইনের বিভিন্ন স্থানে গাছ কেটে অবরোধ করে জামায়াত শিবির কর্মীরা।
গতরাতে চাঁপাইনবাবগঞ্জের শান্তিমোড় থেকে মহানন্দা ব্রিজ টোলঘর এলাকা পর্যন্ত বেশ কয়েকটি স্থানে শক্তিশালী ককটেল বিস্ফোরণ ঘটায় জামায়াত-শিবির কর্মীরা। এসময় ব্যাপক ভাংচুর চালায় তারা। এছাড়া শিবগঞ্জ উপজেলার কানসাট-সোনামসজিদ সড়কের বিভিন্ন স্থানে রাস্তা কেটে ও গাছের গুড়ি ফেল অবরোধ করে তারা।
গতকাল রাতে ফেনী শহীদ শহীদুল্লা কায়সার সড়কে বিদ্যুৎ বিতরণ বিভাগের অফিস এবং পাঠানবাড়িতে আগুন দেয় জামায়াত শিবির কর্মীরা। এছাড়া মহিপাল মহাসড়ক থানা ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হামলা চালিয়ে একটি কাভার্ড ভ্যানসহ অন্তত ১৫টি যানবাহনে অগ্নিসংযোগ করে।
গতরাতে রাজশাহীর মন্ডলের মোড় এলাকা থেকে শিবির কর্মীরা একটি ঝটিকা মিছিল নিয়ে বিনোদপুর বাজারের কাছে এসে পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল ছোড়ে। এসময় পুলিশও পাল্টা রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে র‌্যাবের সদস্যরা এসে ফাঁকা গুলি করে শিবির কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

বাংলাদেশ সময়: ১৭:৪১:৩০   ৩৫৩ বার পঠিত