শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৩
‘ঠিকানা’ সম্পর্কে বার্সার সিদ্ধান্ত জানুয়ারিতে
Home Page » খেলা » ‘ঠিকানা’ সম্পর্কে বার্সার সিদ্ধান্ত জানুয়ারিতেবঙ্গ-নিউজ ডটকম: নতুন স্টেডিয়াম করার চিন্তা-ভাবনা অনেক দিন ধরেই করছে বার্সেলোনা। তবে দীর্ঘ দিনের ঠিকানা ক্যাম্প নউতেই থাকবে, নাকি নতুন ঠিকানায় যাবে, স্পেনের পরাশক্তিরা সেই সিদ্ধান্ত নেবে জানুয়ারিতে।
আগামী বছরের শুরুতে বার্সেলোনার বোর্ড পরিচালকদের ভোটে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
ইউরোপের সবচেয়ে বড় স্টেডিয়াম ক্যাম্প নউয়ের আসন সংখ্যা ৯৯ হাজার ৩৫৪। এই সংখ্যা বাড়িয়ে এক লাখ পাঁচ হাজার করতে চায় বার্সা।
১৯৫৭ সাল থেকে বার্সেলোনার ‘হোমগ্রাউন্ড’ ক্যাম্প নউ-এ ১৯৮৯ ও ১৯৯৯ সালে ইউরোপিয়ান ক্লাব কাপের (বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগ) ফাইনাল, ১৯৮২ বিশ্বকাপ এবং ১৯৯২ অলিম্পিক ফুটবলের খেলা হয়েছিল।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন স্টেডিয়াম তৈরি বা ক্যাম্প নউ-এর পরিসর বৃদ্ধির সিদ্ধান্ত সমর্থকদের ওপরে ছেড়ে দিতে চায় বার্সা কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১০:৪০:৪৪ ৩৫৯ বার পঠিত