শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৩
স্পেন অনুশীলনের জন্য মাঠ ঠিক করলো, ব্রাজিলে
Home Page » খেলা » স্পেন অনুশীলনের জন্য মাঠ ঠিক করলো, ব্রাজিলেবঙ্গ-নিউজ ডটকম: খোকন: ফুটবল বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে ইতোমধ্যে নিজেদের পরিকল্পনা সাজাতে শুরু করেছে স্পেন। আগামী বছরের ব্রাজিল বিশ্বকাপের সময় নিজেদের অনুশীলনের জন্য আতলেতিকো পারানাইন্সের কাজু অনুশীলন কেন্দ্রকে বেছে নিয়েছে দলটি।
স্পেন ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র এ কথা জানান। অনুশীলন কেন্দ্রটি বিশ্বকাপের ১২টি ভেন্যু শহরের একটি কুরিচিবায়।
এই কেন্দ্রে আটটি ফুটবল মাঠ ও তাপনিয়ন্ত্রিত সুইমিংপুল আছে। জায়গাটির তাপমাত্রা অপেক্ষাকৃত কম হওয়ায় এখানে নিজেদের ঘাঁটি করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়নরা। অবশ্য নেদারল্যান্ডসের বিপক্ষে গ্রুপের প্রথম ম্যাচটি খেলতে হবে সালভাদরে অধিক তাপমাত্রায়।
আগামী ১৩ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশনে নামবে ভিসেন্তে দেল বস্কের শিষ্যরা। গত বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়েই প্রথম বিশ্বজয়ের আনন্দে মেতেছিল ইকার ক্যাসিয়াসরা। ‘বি’ গ্রুপের অন্য দুটি দল হলো চিলি ও অস্ট্রেলিয়া।
শুধু ২০১০ সালের বিশ্বকাপই নয়, ২০০৮ ও ২০১২ সালে ইউরোপ সেরার ট্রফিও জিতেছে স্পেন।
বাংলাদেশ সময়: ১০:৩৫:১৬ ৬২৬ বার পঠিত