শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৩
নির্বাচনে সবদলের অংশগ্রহণ চায় যুক্তরাজ্য, খালেদা জিয়ার সঙ্গে বৃটিশ মন্ত্রী ওয়ারসি’র সাক্ষাৎ,
Home Page » প্রথমপাতা » নির্বাচনে সবদলের অংশগ্রহণ চায় যুক্তরাজ্য, খালেদা জিয়ার সঙ্গে বৃটিশ মন্ত্রী ওয়ারসি’র সাক্ষাৎ,বঙ্গ-নিউজ ডটকম: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে বৃটিশ মন্ত্রী ওয়ারসি বলেছেন, বাংলাদেশে আগামী নির্বাচনে সবদলের অংশগ্রহণ চায় যুক্তরাজ্য।
বৃহস্পতিবার বিকেলে গুলশানে বেগম জিয়ার বাসভবনে এ সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরে, বিএনপি’র ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের ব্রিফিং করেন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্রিটিশ মন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন বলেও জানান শমসের মবিন চৌধুরী।
এ সময় বিএনপি’র ভাইস চেয়ারম্যান বৃটিশ মন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয় প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উনি আশা করেন, সকলের অংশগ্রহণকারী একটি নির্বাচন হয়তো সম্ভব হতে পারে। সেটা বাংলাদেশের স্থিতিশীলতার জন্য প্রয়োজন এবং যুক্তরাজ্য সরকার চায় বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করুক। তারা (যুক্তরাজ্য) আশা করেন, সকলের একটি ঐক্যমতের ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।’
এদিকে, গতকাল সন্ধ্যার পর এক বিবৃতিতে বেগম খালেদা জিয়া বিরোধীদলের নেতাকর্মীদের মুক্তি এবং নির্বাচনের তফসিল স্থগিত করে সংলাপ ও সমঝোতার পথ প্রশস্ত করার আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১০:১৫:৩৪ ৩৭৭ বার পঠিত