শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৩

হুসেইন মুহম্মদ এরশাদকে সিএমএইচ-এ ভর্তি

Home Page » প্রথমপাতা » হুসেইন মুহম্মদ এরশাদকে সিএমএইচ-এ ভর্তি
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৩



image_1457ershad-03_28862.jpgবঙ্গ-নিউজ ডটকম: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে র‌্যাবের প্রহরায় সিএমএইচ এ ভর্তি করা হয়েছে।
র‌্যাব জানিয়েছে, অসুস্থ বোধ করায় তাকে সিএমএইচ এ ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসা থেকে র‌্যাব ওয়ানের একটি গাড়িতে এরশাদকে তোলা হয়। সেখান থেকে তাকে সিএমএইচ-এ নেয়া হয়।
এদিকে, শারীরিক অসুস্থতার কারণে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। ওইদিন রাত দুইটার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবনের সামনে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

বাংলাদেশ সময়: ১০:১২:৩৬   ৩৮৯ বার পঠিত