শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৩

‘ফাঁসির আগে ছিলেন একদম চুপচাপ, নির্বিকার’

Home Page » প্রথমপাতা » ‘ফাঁসির আগে ছিলেন একদম চুপচাপ, নির্বিকার’
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৩



20131204092704wfashi-witness.jpgবঙ্গ-নিউজ ডটকম: বৃহস্পতিবার ঠিক রাত ১০টা ১মিনিটে ফাঁসি কাষ্ঠের হাতল টানার পর মৃত্যু নিশ্চিত করাতে ২০ মিনিট ঝুলিয়ে রাখা হয় তার দেহ। এর আগে পুরোটা সময় নির্বিকার ছিলেন কাদের মোল্লা। ছিলেন একদম চুপচাপ। এসব তথ্য জানিয়েছেন ফাঁসির সময় উপস্থিত দুই চিকিৎসক।
নিয়ম অনুযায়ী ফাঁসির আগ মুহুর্তে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামীর স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা। মৃত্যু হয়েছে কিনা তাও নিশ্চিত করেন চিকিৎসকরাই। ডা: রফিক জানালেন ফাঁসির আগে পুরোটা সময় নির্বিকার ছিলেন কাদের মোল্লা। তিনি আরো জানান ৬০ বছরের সাজাপ্রাপ্ত যশোরের শাহজাহানের নেতৃত্বে ৫ জন জল্লাদ কাদের মোল্লাকে ফাঁসি দেন।

এদিকে অপর চিকিৎসক ডা: রঘুনাথ কুণ্ডু জানান, ফাঁসির আগে কাদের মোল্লা সম্পূর্ণ সুস্থ ছিলেন।

বাংলাদেশ সময়: ৯:৪৪:৫৭   ৪০৮ বার পঠিত