বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৩

কাদের মোল্লার লাশ পাবেনা পরিবার, ছোট ছেলে গ্রেফতার

Home Page » জাতীয় » কাদের মোল্লার লাশ পাবেনা পরিবার, ছোট ছেলে গ্রেফতার
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৩



kader-molla201312051347491.jpgরাব্বী,

বঙ্গনিউজ ডটকমঃ  জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর তার লাশ পাবে না পরিবার। জানা গেছে তার লাশ শুক্রবার সকাল ৮ টার আগে ফরিদপুর নিজ জন্মস্থানে মায়ের কবরের পাশে আইন রক্ষাকারী বাহিনীর তত্তাবধানে দাফন করা হবেএদিকে গ্রেফতার করা হয়েছে কাদের মোল্লার ছোটছেলেকে। নিরাপত্তার সার্থেই এমনটি করা হয়েছে বলে জানানো হয়েছে। কাদের মোল্লার লাশবাহী অ্যাম্বুলেন্স তার জন্মস্থান ফরিদপুরের সদরপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। ১০ সদস্যের একটি স্বশস্ত্র দল কাদের মোল্লার লাশবাহী অ্যাম্বুলেন্সটির পাহারায় রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:২৮   ৪০৯ বার পঠিত