বুধবার, ১১ ডিসেম্বর ২০১৩
তারানকোর উপস্থিতিতে ফের বৈঠকে আলীগ-বিএনপি
Home Page » জাতীয় » তারানকোর উপস্থিতিতে ফের বৈঠকে আলীগ-বিএনপিবঙ্গ-নিউজ ডটকম:চলমান সংকট নিরসনে জাতিসংঘের সহকারি মহাসচিব ফার্নান্দেজ তারানকোর উপস্থিতিতে আওয়ামী লীগ ও বিএনপির প্রতিনিধি দল আবারো বৈঠকে বসেছেন।বুধবার দুপুরে দিকে গুলশান ২ নম্বরে ইউএনডিপির এক কর্মকর্তার বাসায় বৈঠকটি হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল ১২ টা ১০ মিনিটে সেখানে পৌঁছে। অন্যরা হলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান ও ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। কিছুক্ষণ পর ১২ টা ২৫ মিনিটে সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে সেখানে যান আওয়ামী লীগের নেতারা। অন্যরা হলেন উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।
আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমদ গণমাধ্যমকে বৈঠকে বসার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল মঙ্গলবার সৈয়দ আশরাফুল ইসলাম ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে দুঘন্টা ব্যাপী একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১২:৫৪:১৩ ৩৮৯ বার পঠিত