বুধবার, ১১ ডিসেম্বর ২০১৩
কাদের মোল্লার ফাঁসি স্থগিত
Home Page » বিবিধ » কাদের মোল্লার ফাঁসি স্থগিতবঙ্গ-নিউজ ডটকম:একাত্তরে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের প্রক্রিয়া আজ বুধবার সকাল সাড়ে দশটা পর্যন্ত স্থগিত করেছেন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটে ফাঁসির কার্যকরিতা স্থগিত ও রিভিউ আবেদনের শুনানি শেষে বিচারক এ আদেশ দেন। বুধবার সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের পুর্ণাঙ্গ বেঞ্চে ওই আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে মঙ্গলবার রাতে কাদের মোল্লার ফাঁসি স্থগিত চেয়ে রায় পুনর্বিবেচনার আবেদন করা হয়। কাদের মোল্লার পক্ষে এ আবেদন করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার আ. রাজ্জাক ও ্যাডভোকেট তাজুল ইসলাম।কাদের মোল্লার আইনজীবীদের একজন এডভোকেট সাইফুর রহমান শীর্ষ নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১০:১৬:৪৮ ৩৬০ বার পঠিত