বুধবার, ১১ ডিসেম্বর ২০১৩

ঝুলে গেল কাদের মোল্লার ফাঁসি

Home Page » বিবিধ » ঝুলে গেল কাদের মোল্লার ফাঁসি
বুধবার, ১১ ডিসেম্বর ২০১৩



2013-02-04-20-39-34-kader-molla.jpgকারা কর্তৃপক্ষ সব প্রস্তুতি সম্পন্ন করার পর আব্দুল কাদের মোল্লার আইনজীবীদের আবেদনে মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক  বলেন, মৃত্যুদণ্ড কার্যকর বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্থগিত রাখার আদেশ পেয়েছেন তারা।

সন্ধ্যায় কারা কর্তৃপক্ষ মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নেয়ার পর কাদের মোল্লার আইনজীবীরা তা স্থগিতের আবেদন নিয়ে কাকরাইলে চেম্বার বিচারপতি বিচারপতির বাড়িতে যান।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সুপ্রিম কোর্টের নিবন্ধক একেএম শামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই রকম (স্থগিত) একটি আদেশ এসেছে। আমরা কারাগারে যোগাযোগ করছি।”

এর মধ্যে রাত পৌনে ১১টার দিকে কাদের মোল্লার আইনজীবী ফরিদ উদ্দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে পৌঁছে সাংবাদিকদের বলেন, “চেম্বার জজ স্থগিতাদেশ দিয়েছেন, আমরা তা কারা কর্তৃপক্ষকে জানাতে এসেছি।”

এর কিছুক্ষণের মধ্যে কাদের মোল্লার প্রধান আইনজীবী আব্দুর রাজ্জাককে কারাফটকে দেখা যায়। কিন্তু কারা কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে গেছেন। তিনি সাংবাদিকদের কিছু বলেননি।

এর আগ পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকরের সব প্রস্ততি নিয়ে বসেছিল কারা কর্তৃপক্ষ। কাদের মোল্লার আইনজীবী ঢোকার কয়েক মিনিট আগেও সিভিল সার্জনকে কারাগারে ঢুকতে দেখা যায়।

তার আগে সন্ধ্যায় কারাগারে কাদের মোল্লার সঙ্গে শেষ দেখা করে আসেন তার স্ত্রীসহ স্বজনরা।

বাংলাদেশ সময়: ০:২২:৪৮   ৩৫৩ বার পঠিত