বুধবার, ১১ ডিসেম্বর ২০১৩

দূর্গাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত

Home Page » সারাদেশ » দূর্গাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত
বুধবার, ১১ ডিসেম্বর ২০১৩



manabadikar-durgapurpicture.jpgতমাল সাহা। স্টাফ রিপোর্টার
নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশন দুর্গাপুর উপজেলা শাখা,বেসরকারী সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র,ওয়াই ডবি¬উ সি এ, পারি, ইভেন্টফুল,হাজংমাতা রাশিমনি, এমডব্লিওবি এর আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত হয়েছে মঙ্গলবার।
দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দ ও বেসরকারী সংস্থার কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি অডিটরিয়ামে”অধিকার আদায়ে ২০ বছরের পথচলা”এই শ্লোগানকে সামনে রেখে আদিবাসী নেতা মতিলাল হাজং এর সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকতা (তদন্ত)লুৎফর রহমান,উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, ক্ষুদ্র নু-গোষ্ঠীর পরিচালক যতীন্দ্র সাংমা,ডিএসকের প্রকল্প সমন্বয়কারী হারুরুর রশীদ,কারিতাসের প্রকল্প সমন্বয়কারী শশাঙ্ক রিছিল, সাফ এন্ড আসফ এর এরিয়া কো-অর্ডিনেটর নিতাই সাহা,এনজিও কর্মী সনৎ সাহা, পঙ্কজ মারাক,লুদিয়া রুমা সাংমা,সুজিত দ্রং,ব্রিলিয়ান্ট চিরান প্রমুখ। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীবৃন্দ।

বাংলাদেশ সময়: ০:০১:১৯   ৩৯০ বার পঠিত