মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৩

সংলাপ চালিয়ে যেতে আগ্রহী প্রধান দুই রাজনৈতিক দল: তারানকো

Home Page » প্রথমপাতা » সংলাপ চালিয়ে যেতে আগ্রহী প্রধান দুই রাজনৈতিক দল: তারানকো
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৩



taranco_un_bangladeshi_politics_26263.jpgবঙ্গ-নিউজ ডটকম: প্রধান দুটি রাজনৈতিক দল সংলাপ চালিয়ে যেতে আগ্রহী বলে জানিয়েছেন সফররত জাতিসংঘের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো। মঙ্গলবার সন্ধ্যায় হোটেল সোনারগাওয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।
এদিকে, মঙ্গলবার তারানকোর সঙ্গে প্রধানমন্ত্রীর নির্ধারিত বৈঠকটি হবে বুধবার। তবে যথারীতি মঙ্গলবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন তারানকো।
আগের ৩ দিনের মতো কর্মব্যস্ততা হয়তো ছিলো না। মঙ্গলবার সকালটা তাই হোটেল সোনারগাওয়েই কাটান জাতিসংঘের সহকারী মহাসচিব তারানকো। তবে দুপুর নাগাদ বারিধারার ৭ নম্বর রোডের একটি বাড়িতে ইউএনডিপির এক কর্মকর্তার বাড়িতে তারানকোর যাওয়ার খবরে গুঞ্জন ছড়িয়ে পড়ে। বাড়িটি ১৮ দলের শরীক দল বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের হওয়াতে তা নিয়ে আগ্রহ আরো বাড়ে। তবে কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের অংশ নেয়ার কথা উঠলেও কোন পক্ষই তা স্বীকার করেন নি। বিকেলে তারানকো’র ব্যাবহৃত গাড়িটি বের হয়ে গেলেও তাতে ছিলেন না তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে নির্ধারিত বৈঠকটি না হওয়ায় মঙ্গলবার বিকেলে তারানকো’র প্রেস ব্রিফিংটিও স্থগিত করা হয়। পরে সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারানকো জানান বাংলাদেশ সফরে এখন পর্যন্ত অগ্রগতির কথা।
সাংবাদিকদের অস্কার ফার্নান্দেজ তারানকো বলেন, ‘আলোচনার মাধ্যমে এর মধ্যেই আমরা একটি গুরুত্বপূর্ন জায়গায় পৌঁছেছি।’
তিনি বলেন, ‘এখন একটি গুরুত্বপূর্ণ সময় চলছে। আমি সুযোগ পেয়েছি পরিস্থিতি পর্যক্ষেণ ও সবার সঙ্গে ভেঠকে বসার। আমি রাজনীতিকদের কাছে বাংলাদেশের মানুষের চাওয়া দেখতে পেয়েছি। দু’পক্ষই একটি সংলাপ চালিয়ে যেতে আগ্রহী। তারা সমঝোতা এবং ভালো কিছু করার ব্যাপারেও আগ্রহী।’
বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ করে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে সফরের বিস্তারীত তুলে ধরবেন তারানকো।

বাংলাদেশ সময়: ১৯:৩৪:৩০   ৪০৫ বার পঠিত