মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৩

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হল দেশের বিভিন্ন স্থানে হানাদার মুক্ত দিবস

Home Page » প্রথমপাতা » বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হল দেশের বিভিন্ন স্থানে হানাদার মুক্ত দিবস
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৩



thakurgaon-mu-bg12320131203162459.jpgবঙ্গ-নিউজ ডটকম: খোকন: পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে দেশের বিভিন্ন স্থানে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকরের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করার দাবি জানিয়ে ময়মনসিংহে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের ছোটবাজার মুক্তমঞ্চ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
দিবসটি উপলক্ষে সকালে ভোলার কালেক্টরেট ভবন চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে নতুন বাজার টাউন হলে গিয়ে শেষ হয়। পরে শহীদদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে মাদারীপুর মুক্ত দিবসে সর্বকনিষ্ঠ যোদ্ধা শহীদ বাচ্চুর সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক। এরপর জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা প্রশাসন আডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৯:২৩:০৪   ৩৮৩ বার পঠিত