মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৩

সন্ত্রাসীদের গুলিতে নিহত পলাশের দাফন সম্পন্ন, প্রতিবাদে বুধবার হরতাল যশোরে

Home Page » প্রথমপাতা » সন্ত্রাসীদের গুলিতে নিহত পলাশের দাফন সম্পন্ন, প্রতিবাদে বুধবার হরতাল যশোরে
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৩



20131256183156wjessore-followpng.jpgবঙ্গ-নিউজ ডটকম: যশোরে সন্ত্রাসীদের গুলিতে নিহত ছাত্রদল নেতা কবির হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। তবে হত্যাকারীদের কাউকেই এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার যশোরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা ছাত্রদল।
মঙ্গলবার জোহরের নামাজের পর শহরের ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। পরে কারবালা কবরস্থানে দাফন কাজ সম্পন্ন হয়। এর আগে দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে নিহত কবিরের প্রতি শেষবারের মত শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা।
এদিকে গত সোমবার সন্ধ্যায় শহরের সিভিল কোর্ট মোড়ে জেলা ছাত্রদলের সহ-সভাপতি কবির হোসেন গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ সময় জেলা ছাত্রদলের আরেক নেতা আতিক হাসানও গুলিবিদ্ধ হন।
যশোর কোতয়ালী মডেল থানার সহকারী পুলিশ পরিদর্শক শোয়েব উদ্দিন বলেন, এ ঘটনার জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৮:৫৫:২৭   ৩৭১ বার পঠিত