মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৩
বিশ্বের সবচেয়ে বড় পতাকা তৈরির মাধ্যমে গিনেস রেকর্ড বুকে নাম লেখার ঘোষণা রবির
Home Page » প্রথমপাতা » বিশ্বের সবচেয়ে বড় পতাকা তৈরির মাধ্যমে গিনেস রেকর্ড বুকে নাম লেখার ঘোষণা রবিরবঙ্গ-নিউজ ডটকম: বিশ্বের সবচেয়ে বড় পতাকা তৈরির মাধ্যমে গিনেস রেকর্ড বুকে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে বেসরকারি মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। জানানো হয়, ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে, ৩০ হাজার স্বেচ্ছাসেবীর প্ল্যাকার্ড উত্তোলনের মধ্য দিয়ে, বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকা তৈরি করা হবে। আর এ আয়োজনে সার্বিক সহযোগিতা দেবে বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন।
গিনেস বুকে, এখন পর্যন্ত সবচেয়ে বড় মানব পতাকা তৈরির রেকর্ডটি পাকিস্তানের।।
বাংলাদেশ সময়: ১২:৪৮:৫৫ ৩৪৫ বার পঠিত