মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৩
অন্য একজনকে মোমেনা সাজিয়ে আমার স্বামীর বিরুদ্ধে সাক্ষ্য দেয়া হয়েছে: কাদের মোল্লার স্ত্রীর অভিযোগ
Home Page » প্রথমপাতা » অন্য একজনকে মোমেনা সাজিয়ে আমার স্বামীর বিরুদ্ধে সাক্ষ্য দেয়া হয়েছে: কাদের মোল্লার স্ত্রীর অভিযোগবঙ্গ-নিউজ ডটকম: জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার স্ত্রী সানোয়ারা বেগম বলেছেন, একমাত্র যে সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে আমার স্বামীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই মোমেনা বেগম আদৌ আদালতে সাক্ষ্য দিতেই আসেননি। ক্যামেরা ট্রায়ালের নামে গোপন বিচারে ভুয়া একজন মহিলাকে মোমেনা বেগম সাজিয়ে আদালতে বক্তব্য দেয়ানো হয়েছে। তিনি বলেন, পরবর্তীকালে জল্লাদ খানায় সংরক্ষিত প্রকৃত মোমেনা বেগমের ছবি দেখে আমাদের আইনজীবীরা নিশ্চিত করেছেন আদালতে সাক্ষ্য দেয়া মোমেনা বেগম প্রকৃত মোমেনা বেগম ছিলেন না। অথচ এরকম একজন ভুয়া সাক্ষীর তিন জায়গায় ভিন্ন ভিন্ন ধরনের বক্তব্যের ভিত্তিতেই আমার স্বামীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আমরা মনে করি এটি নজিরবিহীন এবং একটি ভুল রায়। গতকাল সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সানোয়ারা বেগম এসব কথা বলেন। এ সময় কাদের মোল্লার ছেলে হাসান জামিল ও মেয়ে আমানাতুন পারভীন এবং আইনজীবী এডভোকেট ফরিদ উদ্দিন খান উপস্থিত ছিলেন।
সানোয়ারা বেগম বলেন, সংবিধানের ১০৫ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মৃত্যুদণ্ডাদেশ সংক্রান্ত রায়ের বিরুদ্ধে রিভিউ করার অধিকার আমার স্বামীর রয়েছে। সংবিধান প্রদত্ত রিভিউর সুযোগ পেলে সুপ্রিম কোর্টে এই বিষয়গুলো তুলে ধরার মাধ্যমে কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় পাল্টে যাওয়া সম্ভব। একজন নির্দোষ মানুষের জীবন বাঁচানোর স্বার্থে এই রিভিউ গ্রহণ করে একটি স্বাধীন এবং নিরপেক্ষ তদন্তসংস্থার মাধ্যমে বিষয়টি তদন্ত করে মামলার সঠিক এবং পুনঃবিচার করা হোক।
তিনি বলেন, সংবিধান স্বীকৃত রিভিউ এর অধিকার না দিয়ে এবং জেল কোডের বিধান অনুসরণ না করে তড়িঘড়ি করে আমার স্বামীর মৃত্যুদণ্ড কার্যকরের যে চেষ্টা করা হচ্ছে তা শুধু অবৈধই নয়, সার্বজনীন মানবাধিকারের ন্যূনতম ধারারও পরিপন্থী।
বাংলাদেশ সময়: ১২:৪১:৩৪ ৩৩৪ বার পঠিত