মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৩

রাজশাহীতে শিবির-পুলিশ সংঘর্ষে ওসিসহ আহত ২০

Home Page » সংবাদ শিরোনাম » রাজশাহীতে শিবির-পুলিশ সংঘর্ষে ওসিসহ আহত ২০
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৩



1380548533rajshahi_13438_15063_16512.jpgবঙ্গ-নিউজ ডটকম রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় শিবিরের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মতিহার থানার ওসি আব্দুল মজিদসহ দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে।এ সময় পুলিশের গুলিতে রাবি শাখা শিবিরের ক্রীড়া সম্পাদক আফজাল হোসেনকে গুরুতর আহত অবস্থায় মেডিকেলে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে বিনোদপুরের বিসমিল্লাহ টাওয়ারের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কাদের মোল্লার মৃত্যু পরোয়ানার প্রতিবাদে জামায়াতের ডাকা দ্বিতীয় দিনের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে শিবির নেতাকর্মীরা মিছিল নিয়ে বিনোদপুর এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে উঠতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও শর্টগানের গুলি ছোঁড়ে। শিবিরও পুলিশকে লক্ষ্য করে পাল্টা ককটেল ও ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে।

শিবিরের ইটের আঘাতে মতিহার থানার ওসির মুখের বাম পার্শ্বে জখম ও তার সঙ্গে থাকা পুলিশ কনস্টেবল রেজাউল করিমের মাথায় গুরুতর আহতসহ পুলিশের অন্তত পাঁচ সদস্য আহত হয়। পুলিশের ছোঁড়া গুলিতে শিবিরের আট নেতাকর্মী গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের নগরীর বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

রাবি শিবিরের প্রচার সম্পাদক জিয়াউদ্দিন বাবলু বলেন,পুলিশ বিনা উসকানিতে আমাদের শান্তিপূর্ণ মিছিলে গুলি ছুড়েছে। এতে আমাদের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে। গুরুতর আহতদের মেডিকেলে ভর্তি করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের পূর্ব জোনের কমিশনার প্রলয় চিচিম বঙ্গ-নিউজ ডটকমকে বলেন, শিবিরের ছোঁড়া ককটেল ও ইটের আঘাতে মতিহার থানার ওসিসহ অন্তত পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এ ঘটনায় আটকের জন্য অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১:২৬:৪১   ৩৬৯ বার পঠিত