সোমবার, ৯ ডিসেম্বর ২০১৩

ফাঁসির মঞ্চে বিশেষ আলো

Home Page » জাতীয় » ফাঁসির মঞ্চে বিশেষ আলো
সোমবার, ৯ ডিসেম্বর ২০১৩



image_66399.jpgঢাকা কেন্দ্রীয় কারাগারের ফাঁসির মঞ্চে বিদ্যুৎ সংযোগ দিয়ে বিশেষ আলোর ব্যবস্থা করা হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে আলোর ব্যবস্থা করা হয়।কারাগারের অভ্যন্তরীণ একটি নির্ভরযোগ্য সূত্র এবং গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে  এ তথ্য নিশ্চিত করেছেন।জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিডব্লিউডির কর্মীরা কেন্দ্রীয় কারাগারের ভিতরে প্রবেশ করেন। রাত পৌনে ৯টার দিকে তারা কারাগার থেকে বের হন।ফাঁসির মঞ্চে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন পিডব্লিউডির এমন একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘যখন দণ্ডপ্রাপ্ত কোন আসামিকে ফাঁসি দেয়া হয় তার আগে তাদের সেখানে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য ডাকা হয়। তারা এসে সংযোগ দিয়ে সেখানে বিশেষ আলোর ব্যবস্থা করে যান।’বিশেষ এই আলোর মধ্যে রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ৪টি বাল্ব। এছাড়া মঞ্চে ছোট ছোট একাধিক বাল্বও লাগানো হয়েছে।ফাঁসির মঞ্চে এ ধরনের আলোকসজ্জ্বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোন আসামির দণ্ড কার্যকর করার আনুষ্ঠানিকতা হলেও আজ রাতে কাদের মোল্লা রায় কার্যকর করা হবে এমন তথ্য কেউ নিশ্চিত করেননি।তবে বিষয়টি নিয়ে ইত্যেমধ্যেই ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়েছে সাধারণ মানুষের মধ্যে। কারা ফটকেও ভিড় করছেন অনেকে। সেখানে উপস্থিত সাংবাদিকদের নানা প্রশ্ন করছেন তারা।সুত্রঃ  বাংলামেইল২৪ডটকম/ এসবি/ এনএফ

বাংলাদেশ সময়: ২৩:৫৩:০২   ৭১১ বার পঠিত