সোমবার, ৯ ডিসেম্বর ২০১৩

চুয়াডাঙ্গায় ২ যুবকের গলাকাটা লাশ উদ্ধার

Home Page » আজকের সকল পত্রিকা » চুয়াডাঙ্গায় ২ যুবকের গলাকাটা লাশ উদ্ধার
সোমবার, ৯ ডিসেম্বর ২০১৩



chuadanga-tm.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা থেকে দুই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। দামুড়হুদা থানার ওসি আহসান হাবীব জানান, সোমবার সকাল ৯টার দিকে দলকা লক্ষীপুর বিলে লাশগুলো পড়ে ছিল। এলাকাবাসী খবর দিলে পুলিশ সেগুলো উদ্ধার করে।

বঙ্গ-নিউজ ডটকমকে তিনি বলেন, “দুই যুবকেরই বয়স আনুমানিক ২৪/২৫ বছর। তাদের পরনে লুঙ্গি ও খয়েরি রঙের জ্যাকেট রয়েছে। শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। সম্ভবত অন্য এলাকা থেকে দুজনকে অপহরণ করে বিলের পাশে এনে কুপিয়ে ও জবাই করা হত্যা করা হয়।”

এলাকার লোকজন লাশ দেখেও কাউকে চিনতে পারেননি বলে জানান তিনি।

ময়নাতদন্তের জন্য লাশ দুটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় দামুড়হুদা থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪:০৩:০৩   ৪১৭ বার পঠিত