সোমবার, ৯ ডিসেম্বর ২০১৩

হরতালযুক্ত অবরোধ শুরু

Home Page » প্রথমপাতা » হরতালযুক্ত অবরোধ শুরু
সোমবার, ৯ ডিসেম্বর ২০১৩



gach-3.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ ১৮ দলীয় জোটের ধারাবাহিক অবরোধের কবলে বাংলাদেশ। এই পর্যায়ে সোমবার চলছে ৭২ ঘণ্টার অবরোধের শেষ ২৪ ঘণ্টা, ভোর ৬টায় একই সাথে সারাদেশে শুরু হয়েছে জামায়াতে ইসলামীর ডাকা সকাল সন্ধ্যা হরতাল।হরতাল ও অবরোধের শুরুতেই দেশের বিভিন্ন স্থান থেকে ছোটখাটো সংঘর্ষের খবর পাওয়া গেছে। যথারীতি গাছের গুঁড়ি ফেলে বেশ কিছু মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।

নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় অফিস তালাবদ্ধ। র‍্যাব, পুলিশ ও সাংবাদিকদের প্রায় অলস বসে থাকার সাক্ষী হয়ে আছে এই এলাকা।

রাজধানী ও বন্দরনগরী চট্টগ্রামসহ সব বিভাগ ও জেলা সদরে যানবাহন চলছে, যদিও পরিমাণে তুলনামুলক কম। দূরপাল্লার রুটে বাস-ট্রাক চলছে না। তবে বিমান ও রেল চলাচল স্বাভাবিক।

বাংলাদেশ সময়: ৯:১৪:৫২   ৩৫৩ বার পঠিত