সোমবার, ৯ ডিসেম্বর ২০১৩
আজ বেগম রোকেয়া দিবস
Home Page » বিবিধ » আজ বেগম রোকেয়া দিবসবঙ্গ-নিউজ ডটকমঃঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ; মোঃফয়সাল মাহমুদ;আজ রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যু দিন। এ উপমহাদেশের নারীদের আলোকিত জীবন গড়ার প্রদীপ জ্বালাতে রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দের খোর্দ্দমুরাপুর গ্রামের বিখ্যাত সাবের পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতা জহির উদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার ও মাতা রাহাতুন্নেসা চৌধুরানী। ১৮ বছর বয়সে খান বাহাদুর সাখাওয়াত হোসেন সাহেবের সাথে তার বিয়ে হয়। ২৮ বছর বয়সে স্বামী হারান তিনি। ১৯১০ সালের শেষ দিকে কোলকাতায় যান রোকেয়া। এরপর তিনি দু পারেই নারী জাগরণ ও উন্নয়নে কাজ করেছেন। লিখেছেন-অবরোধবাসিনী, সুলাতানার স্বপ্ন, অর্ধাঙ্গী, মতিচুর ছাড়াও অসংখ্য বই। যা আজও আন্দোলিত করে বিশ্বনারী সভ্যতাকে। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর তিনি কোলাকাতায় মারা যান। কোলকাতার সৈয়াদপুরে তাকে সমাহিত করা হয়। নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি এস সি তে বিকাল ৩ টায় রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যু দিন উপলক্ষে নারী মুক্তি জোট থেকে আলোচনা সভার আয়োজন করা হয়েছে ।
বাংলাদেশ সময়: ৭:৪৬:২৯ ৪৪৮ বার পঠিত