রবিবার, ৮ ডিসেম্বর ২০১৩

অ্যাপেল পরিবর্তন আনছে IOS 7 - এ

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » অ্যাপেল পরিবর্তন আনছে IOS 7 - এ
রবিবার, ৮ ডিসেম্বর ২০১৩



ios7html-638x640.jpgবঙ্গ-নিউজ ডটকম: খোকন: নতুন অপারেটিং সিস্টেম IOS 7 এ পরিবর্তন আনতে যাচ্ছে টেক জায়ান্ট অ্যাপেল।
সম্প্রতি অ্যাপেল কর্তৃপক্ষ ঘোষণা করেছে নতুন আসা এই অপারেটিং সিস্টেম, অ্যাপেলের নোটবুক এবং ম্যাক প্রো ডেস্কটপ কম্পিউটারে অনেক নতুন ফিচার সংযোজন করবে। সেই সাথে এই অপারেটিং সিস্টেম ব্যবহার করলে ব্যাটারির চার্জ দীর্ঘ সময় থাকবে।
অ্যাপেল কর্তৃপক্ষ জানিয়েছে, IOS 7 অপারেটিং সিস্টেম ব্যবহার করে পুরোনো অ্যাপেল ডিভাইসটি নতুন প্রজন্মের ডিভাইসে পরিণত করতে চাইলে ব্যবহারকারীকে গুণতে হবে ২৫ মার্কিন ডলার।

বাংলাদেশ সময়: ২১:২২:৫৯   ৪২৯ বার পঠিত