রবিবার, ৮ ডিসেম্বর ২০১৩

আইফোন এবং আইপ্যাডের অনলাইন অ্যাপ্লিকেশন পাওয়া যাবে বিনামূল্যে

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » আইফোন এবং আইপ্যাডের অনলাইন অ্যাপ্লিকেশন পাওয়া যাবে বিনামূল্যে
রবিবার, ৮ ডিসেম্বর ২০১৩



iphone-logologos-of-few-things-i-technolized-yjtgtd5k.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ আইফোন এবং আইপ্যাডের বহুল ব্যবহৃত অনলাইন অ্যাপ্লিকেশনগুলো এখন থেকে বিনামূল্যে পাওয়া যাবে অ্যাপলের স্টোরে।
সম্প্রতি অ্যাপলের অনলাইন স্টোরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
আগে যেসব অনলাইন অ্যাপ্লিকেশন কিনতে ব্যবহারকারীদের ২০ ডলার ব্যয় করতে হতো, এখন থেকে তা বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন তারা। এ তালিকায় আছে জনপ্রিয় গেমসগুলোও।
কোম্পানিটির তথ্য অনুযায়ী, চলতি বছরের মে’তে এই স্টোর থেকে বিভিন্ন ধরনের প্রায় ৫ হাজার কোটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছে গ্রাহকরা। গুগল, মাইক্রোসফট এবং ব্ল্যাকবেরির মতো প্রতিদ্বন্দ্বীর সঙ্গে বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ।

‘খোকন’

বাংলাদেশ সময়: ২১:১১:২৩   ৩৬৯ বার পঠিত