রবিবার, ৮ ডিসেম্বর ২০১৩
কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি, মানবতাবিরোধী অপরাধে
Home Page » জাতীয় » কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি, মানবতাবিরোধী অপরাধেবঙ্গ-নিউজ ডটকমঃ একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আপিল বিভাগ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে। মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে রায় কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে মৃত্যু পরোয়ানার আদেশে। রোববার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই পরোয়ানা জারির পর ঢাকা কেন্দ্রীয় কারাগার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে এই পরোয়ানা পৌঁছে দেন ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী।
গত ৫ই ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ে সংক্ষুব্ধ হয়ে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ সুপ্রিম কোর্টে আপিল করে। ৩৯ দিন আপিল শুনানী শেষে ১৭ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কাদের মোল্লাকে একাত্তরে হযরত আলীসহ তাঁর পরিবারকে হত্যা ও মোমেনাকে ধর্ষণের অভিযোগে ফাসিঁর আদেশ দেন। এর দুই মাস পর গত বৃহস্পতিবার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে আপিল বিভাগ।
রোববার দুপুরে আপিল বিভাগের রায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় থেকে এসে পৌঁছায় বিচারিক আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে। এরপর বিকেলে কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-২। ২ পৃষ্ঠার আদেশে ট্রাইব্যুনাল উল্লেখ করেছেন, মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে রায় কার্যকর করতে হবে।
মৃত্যু পরোয়ানা হাতে পাওয়ার পর আইন অনুযায়ী এই রায় কার্যকর করা হবে বলেও জানান ট্রাইব্যুনালের রেজিস্ট্রার।
পরোয়ানা জারির পরপরই ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার সেটি পৌঁছে দেন ঢাকা কেন্দ্রীয় কারাগার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে।
খোকন
বাংলাদেশ সময়: ২১:০০:২৮ ৩৯৮ বার পঠিত